অটোমোবাইল এ জব করতে ইচ্ছুক
প্রেশার বা অন্য টেক থেকে অটোমোবাইল এ আসতে চাওয়া আবেদন কারীদের জন্য আমার কিছু কথাঃ
কথা গুলো আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে লিখা কারো ভালো লাগলে গ্রহণ করবেন আর ভালো না লাগলো ইগনোর করুন। ভূল হলে ধরিয়ে দিবেন।
যাহোক মূল আলোচনায় আসা যাকঃ-
১। প্রথমে আপনার সিভি কে গুগলের সার্চ করে আপনার নিজের যোগ্যতা অনুযায়ী আপডেট করুন। যেটা আমরা অনেকে করিনা অন্য একজনের সিভি নিয়ে নাম এড্রেস পরিবর্তন করি যেটা একদমই ঠিক না।
২। সিভির সকল শব্দ গুলো একই ফ্রন্ট হওয়া জরুরী।
৩। সিভি কাউকে সেন্ড করলে পিডিএফ করে পাঠাবেন।
কখনো ওয়ার্ডে পাঠাবেন না।
৪। একজন কে পাঠানো সিভি অন্য জন কে ফরোয়ার্ড করবেন না। সিবির ফাইল নেম আপডেট সিভি লিখবেন না।
৫। অটোমোবাইল এর যে বিভাগ গুলো আছে যেমন সেলস, রিকোভারি,সার্ভিস, পার্টস, কাস্টমার কেয়ার সব গুলোর জন্য আলাদা ফরম্যাট এ সিভি তৈরি করুন।
৬। বিডি জবস এ অটোমোবাইল এর বিভাগ অনুযায়ী ভিন্ন ভিন্ন একাউন্ট খুলে ওই অনুযায়ী আবেদন করুন।
৭. বিডি জবস এ অন-লাইনে আবেদন করার পর নিছে দেওয়া কোম্পানির মেইল আইডিতে মেইল করুন। অবশ্যই সাবজেক্ট এ পোস্ট এর নাম, মেইল বডিতে ডিটেইলস লিখে আপনার নাম ও এড্রেস সহ মেইল করুন।
৮। প্রত্যেকটা অটোমোবাইল কোম্পানির এইচ আর বরাবর আপনার সিভি টি কুরিয়ার করুন।
৯। পরিচিত বড় ভাই, স্যার দের সাথে যোগাযোগ বাড়ান।
শুরুতে জবের কথা বলবেন না সম্পর্কে গভীর হলে বলবেন ভাইয়া আপনার মেইল আইডি যদি একটু দিতেন আমাকে আমার সিভি টা আপানাকে দিয়ে রাখি যদি কখনো সুযোগ হয় আমার বিষয় টা দেখবেন। কিন্তু বার বার জবের জন্য ফোন করে তাকে ডিস্টার্ব করবেন না। কেননা যে যত বড় পোস্টে জব করুক না কেন তার ও একজব বস থাকে। তাছাড়া সবসময় জব দেওয়ার সুযোগ ও থাকে না।
১০। যদি সুযোগ থাকে যেকোন লোকাল ওয়ার্কশপ থেকে কাজের অভিজ্ঞতা নিতে পারেন। যেটা যারা এখনো স্টুডেন্ট আছেন তাদের জন্য খুবই সুযোগ থাকে।
১১। লিংক ইনে আইডি খুলুন, যেখানে ইদানীং অনেক জব এর নিয়োগ পোস্ট হয়।
১২। ফেসবুক ভিত্তিক অটোমোবাইল গুলোতে এড থাকুন। আপনি সেখান থেকে অনেক বাস্তব জ্ঞান বা শব্দ অর্জন করতে পারবেন। সেগুলো আবার গুগুলে বা ইউটিউবে সার্চ করে বিস্তারিত জেনে নিন। বিশেষ করে, Bangladesh Automobile Professionals Association (BAPA), BD Automobile Zone, BASIC Automobile School, ARI Automobile, TWEEN Automobile School এ গ্রুপ গুলোতে এড থাকুন। অনেক কিছু শিখতে পারবেন।
১৩। নিজের কমিনিউকেশন স্কীল বৃদ্ধি করুন।
১৪। আপডেট টেকনোলজী সম্পর্কে জানুন।
১৫। হতাশ হবেন না, আমার এই ছোট্ট কর্ম জীবনে হতাশ হয়েছে এবং আমার ফিরে এসে নিজের আত্মবিশ্বাস নিয়ে ভালো চাকরি করছে এমন অনেক লোকের সাথে আমার পরিচয় রয়েছে।
১৬। জীবনে সফলতা বলতে কিছু নাই!! এটা একান্ত আমার নিজের কথা। আপনি যে পোস্ট ফেলে নিজেকে সফল ভাববেন গিয়ে দেখেন যিনি এই পোস্টে আছে উনি এই পোস্ট ছাড়তে পারলে বাঁচে।
১৭। আল্লাহর উপর ভরসা রাখুন। নিজেকে ছোট ভাববেন না। চাকরি একদিন হইবে আপনার রিজিক যদি থাকে।
BD Automobile Zone এর সাথে থাকুন। আমরা আছি আপনার অপেক্ষায়।
#bd_automobile_zone
#jobopportunity
#jobsearch
#job