আসসালামু আলাইকুম,
আশা করি সকলে পবিত্র মাহে রমজানের রহমতে ভালো আছেন।
আজকে আমরা আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। তা হলোগাড়ির ডিফারেন্সিয়াল ও গিয়ার অয়েল সময়মতো পরিবর্তন করা ও এর প্রয়োজনীয়তা।
বাংলাদেশে আমরা সবাই এখন ইঞ্জিন অয়েল সময়মতো পরিবর্তন করা নিয়ে সচেতন থাকি কিন্তু গিয়ারবক্সের অয়েল ও ডিফারেন্সিয়াল অয়েল সময়মতো পরিবর্তন করা নিয়ে সচেতন থাকি না।
যার কারনে গিয়ার বক্সে ও ডিফারেন্সিয়াল এ যতগুলো ফেইলর হয় তার অধিকাংশ গুলো হয় সময়মতো অয়েল পরিবর্তন না করার জন্য। যার জন্য আপনাকে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।
সাধারণত একটা ডিফারেন্সিয়াল ফেইলর হলে ৬০ বা ৭০ হাজার টাকার মতো লাগে। আর একটা গিয়ার বক্সে ফেইলর হলে ৩০ বা ৪০ হাজার টাকা মতো লাগে। আপনি এই বিশাল ক্ষতির হাত রক্ষা পেতে শুধুমাত্র সময়মত গিয়ার ও ডিফারেন্সিয়াল অয়েল পরিবর্তন হবে।
নিম্নে বাংলাদেশের কমার্শিয়াল গাড়ি গুলোর সুপারিশকৃত গিয়ার বক্সে ও ডিফারেন্সিয়াল অয়েল এর নাম গ্রেড ও সময় দেওয়া হলো।
১.ব্যান্ডঃ টাটা
★ সুপারিশকৃত অয়েলঃ ম্যাক টাটা
★গ্রেডঃ গিয়ার অয়েল 80W90,
ডিফারেন্সিয়াল অয়েল 85W140.
★পরিবর্তন করার সময়ঃ ৩৬ হাজার কিঃমিঃ
অথবা ৮ মাস পরপর।
২.ব্যান্ডঃ অশোক লেল্যান্ড
★ সুপারিশকৃত অয়েলঃ গাল্প অয়েল
★গ্রেডঃ গিয়ার অয়েল 80W90,
ডিফারেন্সিয়াল অয়েল 85W140.
★পরিবর্তন করার সময়ঃ ৪০ হাজার কিঃমিঃ
অথবা ১২ মাস পরপর।
৩.ব্যান্ডঃ আইসার
★ সুপারিশকৃত অয়েলঃ সেল লুব্রিক্যান্ট
★গ্রেডঃ গিয়ার অয়েল 80W90,
ডিফারেন্সিয়াল অয়েল 85W140.
★পরিবর্তন করার সময়ঃ ৩০ হাজার কিঃমিঃ
৪.ব্যান্ডঃ মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা
★ সুপারিশকৃত অয়েলঃ সেল লুব্রিকেন্টস
গ্রেডঃ গিয়ার অয়েল 80W90
ডিফারেন্সিয়াল অয়েল 85W140
★পরিবর্তন করার সময়ঃ ১৫ হাজার কিঃমিঃ
অথবা ৩ মাস পরপর।
#bdautomobilezone
#tata
#ashokleyland
#Eicher
#Mahindra
#Gearoilchange
#Diffarentioanoilchange
#lubricant
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন