বুধবার, ১৭ জুন, ২০২০

ক্র্যাংকশ্যাফট কাকে বলে।

ক্র্যাংকশ্যাফট

ক্র্যাংকশ্যাফটকে ইঞ্জিনের মেরুদণ্ড বলা হয়। এটা ইঞ্জিনের প্রধান যন্ত্রাংশের অন্যতম।এটি পিস্টনের রেসিপ্রোকেটিং গতিকে ঘূর্ণন গতিতে পরিনত করে।এটি পিস্টন ও কানেকটিং রডের যান্ত্রিক শক্তিকে অন্যান্য যন্ত্রের মাধ্যমে চাকায় স্থানান্তর করে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Ashok Leyland bada dost /Phoenix

 বাংলাদেশে অশোক লেল্যান্ড এর আপডেট মডেল অশোক লেল্যান্ড ফিনিক্স বাদা দোস্ত লন্স করেছে।  খুবই চমৎকার একটি পিকাপ। এই পিকাপ টিতে ব্যবহ্ত হয়েছে ব...