শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

ট্রাফিক সম্পর্কিত কিছু তথ্য ও প্রশ্ন উত্তর।

১ঃপ্রশ্নঃ নীল রঙের আয়তক্ষেত্র কিসের সাইন?
উত্তরঃ সাধারন তথ্যমূলক সাইন।
২ঃপ্রশ্নঃসবুজ রঙের আয়তক্ষেত্র কিসের সাইন?
উত্তরঃপথনির্দেশক তথ্যমূলক সাইন,যা জাতীয় মহাসড়কে ব্যবহৃত হয়।
৩ঃপ্রশ্নঃট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক সংকেত কত প্রকার?
উত্তরঃ তিন প্রকার,যথাঃ
ক)আলোর সংকেত।
খ)বাহুর সংকেত।
গ)শব্দ দ্বারা সংকেত।
৪ঃপ্রশ্নঃ লাল সবুজ ও হলুদ বাতি কী নির্দেশনা প্রদর্শন করে?
উত্তরঃ লাল বাতি জ্বললে গাড়ি থামাতে হবে।
সবুজ বাতি জ্বললে সামনে অগ্রসর হওয়া যাবে।
হলুদ বাতি জ্বললে গাড়ী থামানোর প্রস্তুতি নিতে হবে।
৫ঃপ্রশ্নঃ নিরাপদ দূরত্ব কাকে বলে?
উত্তরঃ সামনে গাড়ী হতে সংঘর্ষ এড়াতে এবং পিছনের গাড়ীকে নিরাপদে দাড়াতে যে পরিমান দূরত্ব রাখা হয় তাকে নিরাপদ দূরত্ব বলে।
৬ঃপ্রশ্নঃলাল বৃত্তে ৫০ কিলোমিটার লেখা থাকলে কি বুঝায়?
উত্তরঃ গাড়ীর সর্বোচ্চ গতীসিমা হবে ৫০ কিলোমিটার।
৭ঃলাল বৃত্তের মধ্যে হর্ন লেখা থাকলে কী বুঝায়?
উত্তরঃ এখানে হর্ন বাজানো নিষেধ।
৮ঃপ্রশ্নঃলাল বৃত্তের মধ্যে একজন চলমান মানুষের ছবি আকা থাকলে কী বুঝায়?
উত্তরঃ পথচারী পারাপার নিষেধ।
৯ঃপ্রশ্নঃলাল বৃত্তের ভিতরে একটি লাল ও কালো গাড়ী লেখা থাকলে কী বুঝায়।
উত্তরঃ ওভারটেকিং নিষেধ।
১০ঃপ্রশ্নঃআয়তক্ষেত্রে P লেখা থাকলে কী বুঝায়?
উত্তরঃপার্কিং এর জন্য নির্ধারিত স্হান।
বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পে
https://www.facebook.com/bdautomobilezone

বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যনেল
https://youtu.be/ttnh8BtHcB0


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Ashok Leyland bada dost /Phoenix

 বাংলাদেশে অশোক লেল্যান্ড এর আপডেট মডেল অশোক লেল্যান্ড ফিনিক্স বাদা দোস্ত লন্স করেছে।  খুবই চমৎকার একটি পিকাপ। এই পিকাপ টিতে ব্যবহ্ত হয়েছে ব...