শুক্রবার, ২৮ মে, ২০২১

সিট বেল্ট এর প্রয়োজনীয়তা ( The Necessity Of Seat Belt )

 সিট বেল্ট এর প্রয়োজনীয়তা ( The Necessity Of Seat Belt ) :



সিটবেল্ট ড্রাইভার বা যাত্রী সাধারণের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি অংশ।

গাড়ি দুর্ঘটনা কবলিত হলে সিট বেল্ট ড্রাইভার ও যাত্রী সাধারণকে ধরে রাখে বা নিয়ন্ত্রণ রাখে। গাড়ী দুর্ঘটনার সময় গাড়ির যাত্রী ও চালক ব্যথা পান গাড়ির স্টিয়ারিং হুইল, ড্যাশ বোর্ড বা সামনের উইন্ডস্ক্রিনে ধাক্কা খেয়ে। আবার রোল ওভার বা উল্টিয়ে গেলে এক জন যাত্রী আরেক জনের উপর গিয়ে পড়েন অথবা গাড়ীর ফ্লোরেই বেখাপ্পা ভাবে পড়ে হাত পা ভাঙ্গেন।


১। গাড়ী চালাবার সময় মোড় ঘুরাতে কিংবা ওভারটেকের সময় গাড়ির গতি বেশি হলে যাত্রী এবং চালক উভয়ের ভারসাম্য রক্ষার জন্য সিটবেল্ট বাধাটা জরুরী।


২। গাড়ী দ্রুত গতিতে চালাবার সময় হার্ড ব্রেক করলে সিটবেল্ট স্বয়ংক্রিয় ভাবে আটকে গিয়ে যাত্রী ও চালকে সামনে গিয়ে ধাক্কা খাওয়া থেকে রক্ষা করে।


৩। গাড়ি দুর্ঘটনায় পড়ে রোলওভারের সময় যাত্রী ও চালকে সিট এর সাথে বেধে রাখে সিটবেল্ট।এতে করে গাড়ী যে কয় বার রাউন্ড ঘুরবে         যাত্রী ও চালক সেই কয় পাক ঘুরবে।তারপরে উল্টে থাকলেও। যাত্রী ও চালক গাড়ি থেকে বের হয়ে আসতে পারবে। আর বেল্ট বাধা না থাকলে পাশের যাত্রীর পা হয়ত অন্য যাত্রীর হাত এর উপর এসে বসে থাকবে অথবা যাত্রী নিজে হয়ত সহযাত্রীর নিচে পড়ে যেতে পারে।


৪। গাড়ির চালককে অনেক সময় গাড়ি চালনা মনযোগী করে রাখতে সহায়তা করে থাকে সিট বেল্ট।


সুতরাং,গাড়ীতে চড়ার সময় যাত্রী বা চালক যেই হোন না কেনো গাড়ির সিট বেল্ট বাধা থাকলে এই ধরনের ইনজুরি খুব সহজেই কমিয়ে আনা যায় 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Ashok Leyland bada dost /Phoenix

 বাংলাদেশে অশোক লেল্যান্ড এর আপডেট মডেল অশোক লেল্যান্ড ফিনিক্স বাদা দোস্ত লন্স করেছে।  খুবই চমৎকার একটি পিকাপ। এই পিকাপ টিতে ব্যবহ্ত হয়েছে ব...