আজকে আমরা আলোচনা করবো এয়ার ফিল্টার এর ব্যাবহার ও পরিবর্তন করার গুরুত্ব নিয়ে।
১। বাতাসের যাবতীয় ধুলো কনা ফিল্টার করে প্রেশ
বাতাশ ইঞ্জিন সিলিন্ডারে প্রেরন করা।
২। ইঞ্জিনের ধুলো কনা না ঢুকার কারনে পিস্টন ও পিস্টন রিং এবং সিলিন্ডার লাইনার ক্ষতিগ্রস্থ অনেক কম হয়। যার ফলে ইঞ্জিনের দীর্ঘদিন পরে ওভারহলিং করলে হয়।
৩।এয়ার ফিল্টার ইন্ডিকেটর রেড সিগন্যাল আসার সাথে সাথে ফিল্টার পরিবর্তন করা।
৪। অনেক এয়ার ফিল্টার ময়লা হলে টায়ার প্রেশার দেওয়ার মেশিন দিয়ে পরিষ্কার করে যেটা একদমই ঠিক না। আপনি হয়তো দেখছেন ধুলো উড়ে চলে যাচ্ছে কিন্তু বাতাসের প্রেশারে পেপার ভিতর দিয়ে ফেটে যায় ফলে খুব সহজেই ধুলো আপনার ইঞ্জিনে ঢুকে পড়ে এবং দ্রুত পিস্টন, পিস্টন রিং, লাইনার ক্ষয় হয় এবং ওভারহোলিং করতে হয় তাড়াতাড়ি।
৫। ভাল হয় আপনি এয়ার ফিল্টার রোদে দিয়ে হাত দ্বারা ঝাকি দিয়ে পরিষ্কার করা। আর যখন ইন্ডিকেটর রেড সিগন্যাল আসবে সাথে সাথে পরিবর্তন করা।
বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ
https://www.facebook.com/bdautomobilezone
বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যনেল
https://youtu.be/ttnh8BtHcB0



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন