আজকে আলোচনা করবো #crs engine বা কমন রেইল সিস্টেম ইঞ্জিন এ সার্ভিস ল্যাম্প আসার কারন?
১। সিডিউল সার্ভিস না করালে।
২। ফুয়েল ফিল্টার ড্যামেজ হলে বা ময়লা দ্বারা জ্যাম হলে।
৩।এয়ার ফিল্টার অতিরিক্ত ডাস্ট হলে।
৪। ইঞ্জিন অয়েল লেবেল কমে গেলে।
৫। ওয়াটার লেবেল কমে গেলে।
৬। ক্র্যাংক সেন্সরে ময়লা জমলে বা নষ্ট হলে।
৭।ক্যাম সেন্সর ত্রুটি যুক্ত হলে।
৮।কুল্যান্ট ট্যাম্পারেচার সেন্সর ত্রুটিযুক্ত হলে।
৯।ওয়াটার ফুয়েল সেন্সরের অতিরিক্ত পানি জমা হলে।বা নষ্ট হলে।
১০। ক্লাচ সুইচ পজিশন ঠিক না থাকলে।
১১। ক্লাচ পেডেল নষ্ট হলে।
১২।ইলেক্ট্রিক ওয়ারিং শর্ট বা ত্রুটি থাকলে।
১৩। ইনজেকটর লাইন ত্রুটি থাকা
১৩. যেকোন সেন্সর বা ইলেকট্রিক লাইনে ত্রুটি থাকলে।
বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ
https://www.facebook.com/bdautomobilezone
বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যনেল
https://YouTube.com/Bd Automobile Zone
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন