আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?
আজকে আমি আলোচনা করব স্পার্ক প্লাগ নিয়ে।
তো চলুন কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক।
আমুরা সবাই জানি, স্পার্ক প্লাগ হচ্ছে পেট্রোল বা গ্যাসোলিন ইঞ্জিনের একটি অত্যাবশকীয় উপাদান।
স্পার্ক প্লাগঃ স্পার্ক প্লাগ হচ্ছে এমন একটি ডিভাইস যা পেট্রোল বা গ্যাসোলিন ইঞ্জিনে কম্প্রেশন স্ট্রোকের শেষে কম্প্রেশড জ্বালানি ও বাতাসের মিশ্রণের মাঝে দহনের কাজ করে থাকে।
স্পার্ক প্লাগ প্রধানত ২ প্রকার, যথা-
১. কোল্ড স্পার্ক প্লাগ / শর্ট থ্রেড স্পার্ক প্লাগ
২. হট স্পার্ক প্লাগ / লং থ্রেড স্পার্ক প্লাগ
আবার স্পার্ক প্লাগকে সাধারণত ৪ ভাগে ভাগ করা যায়, যথা-
১. কপার স্পার্ক প্লাগ
২. ইরিডিয়াম স্পার্ক প্লাগ
৩. প্লাটিনাম স্পার্ক প্লাগ
৪. ডাবল প্লাটিনাম স্পার্ক প্লাগ
কার্যপদ্ধতিঃ
একটি স্পার্ক প্লাগের দুইটি ইলেকট্রোড থাকে। একটি তার কেন্দ্রস্থলের ভিতর দিয়ে যায়। ইহা সিরামিক পদার্থ
দিয়ে চতুর্দিকে বেষ্টিত থাকে। ধাতু নির্মিত প্লাগের আবরনে
সিরামিকের ইনসুলেটর থাকে। এটা সিলিন্ডার এর দেওয়ালের সঙ্গে স্ক্রু দিয়ে আটকানো থাকে এবং তার ফলে বৈদ্যুতিক কানেকশন স্থাপিত হয়।
অপর ইলেকট্রোডটি ঐ আবরণের নিম্নপ্রান্ত থেকে প্লাগের কেন্দ্রের কেন্দ্রস্থলের দিকে এক্সপান্ড হয়। দুইটি ইলেকট্রোডের প্রান্তদেশের মধ্যে একটি ছোট গ্যাপ রাখা হয়।
ইঞ্জিনের সাথে নেগেটিভ কানেকশন আর্থ করা থাকে এবং স্পার্ক প্লাগের টার্মিনালের সাথে ইগনিশন কয়েল সংযুক্ত থাকে।
ইগনিশন কয়েল উচ্চ ভোল্টেজের ইলেকট্রিক পালস সরবরাহ করে। যা স্টোরেজ ব্যাটারিতে ১২ ভোল্ট বিদ্যুৎকে প্রায় ৩০০০০ ভোল্ট পর্যন্ত বর্ধিত করে।
ইঞ্জিনের কম্প্রেশন স্ট্রোকের শেষে স্পার্ক প্লাগ ইঞ্জিন সিলিন্ডারের ভিতর স্পার্ক ঘটায়। ফলে চার্জ বিস্ফোরণ হয়ে পিস্টনের মাথায় ধাক্কা আরোপ করে ইঞ্জিনের শক্তি উৎপাদন করে থাকে।
স্পার্ক প্লাগের সাধারণত ত্রুটিঃ
১. ইঞ্জিনের এয়ার ও ফুয়েল এর মিশ্রণ সঠিক না হলেঃ
ইঞ্জিনে যদি এয়ার ও ফুয়েলের মিশ্রণ সঠিক মাত্রায় না হয় তবে স্পার্ক প্লাগে তেল চলে আসবে। এতে স্পার্ক প্লাগ তেলতেলে হয়ে যাবে। ফলে স্পার্ক প্লাগ সঠিক মাত্রায় স্পার্ক করতে পারবেনা। এর কার্যকারিতা হারাবে।
২. কোন অবস্থায় পানি প্রবেশ করলেঃ
বৃষ্টিতে বা গাড়ি ওয়াশ করার সময় যদি কোন ভাবে স্পার্ক প্লাগ ভিজে যায় আর যদি এই অবস্থায় ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করা হয় তবে স্পার্ক প্লাগ শর্ট হতে পারে।
ভুল হলে ক্ষমা করবেন এবং কোন মন্তব্য থাকলে সেটি কমেন্ট বক্সে লিখুন।
ধন্যবাদ সবাইকে।
আজকের মতো এই পর্যন্তই, আগামী পর্বে আবার কথা হবে ইনশাআল্লাহ, সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন