ডিফারেন্সিয়াল মূলত কি?
যে ডিভাইস বা যন্ত্র ইঞ্জিনের ঘূর্ণন গতিকে গিয়ার বক্সের প্রোপেলার শ্যাফট্ এর সাহায্যে পিছনের চাকা দ্বয়ের মাঝে প্রেরণ করে তাকে ডিফারেন্সিয়াল বলা হয়।
ডিফারেন্সিয়ালের কাজ কী?
ডিফারেন্সিয়ালের কাজ বা উদ্দেশ্য গুলো কি কি?
১. প্রোপেলার শ্যাফটের ঘূর্ণন গতি গ্রহণ করে পিছনের চাকাতে প্রেরণ করা।
২. মোটরযানকে সহজভাবে চাকার কৌণিক দূরত্ব বজায় রেখে মোড় ঘুরতে সাহায্য করা। মোটরযান মোড় নেওয়ার সময় বাইরের চাকা ভিতরের চাকা থেকে দ্রুততর ও অধিক ব্যাসার্ধ নিয়ে ঘুড়ে মোটরযানকে মোড় নেওয়াতে সাহায্য করে।
৩. যান সোজা বাঁকা রাস্তায় চলার সময় উভয় চাকাকে ডিফারেন্সিয়াল প্রয়োজন মত ঘূর্ণন দিয়ে থাকে। যার ফলে যান সাবলীলভাবে রাস্তায় চলতে পারে।
৪. ডিফারেন্সিয়াল ড্রাইভ গিয়ার, রিং গিয়ার, সান গিয়ার,এক্সেল এর সাহায্যে কার্য সম্পাদন করে।
ডিফারেন্সিয়াল কত প্রকার?
ডিফারেন্সিয়াল মূলত ৩ প্রকারের হয়ে থাকে-
১. প্রচলিত ডিফারেন্সিয়াল
২. পাওয়ার লক বা নন-স্লিপ ডিফারেন্সিয়াল
৩. দ্বিগুণ হ্রাসকরণ প্রকৃতির ডিফারেন্সিয়াল
ডিফারেন্সিয়ালে কি কি যন্ত্রাংশ গুলো রিয়েছে দেখে নেই-
১. ড্রাইভ পিনিয়ন
২. রিং গিয়ার
৩. স্টার পিনিয়ন
৪. বেভেল গিয়ার
৫. ডিফারেন্সিয়াল কেস
৬. বিয়ারিং
৭. সান গিয়ার
৮. এক্সেল শ্যাফট্
৯. পিন
১০. স্পাইডার গিয়ার
১১. থ্রাস্ট ওয়াসার
১২. ডিফারেন্সিয়াল হাউজিং
এবার আশা যাক ডিফারেন্সিয়াল ব্যবহারে আমরা কি ধরণের সুবিধা পেয়ে থাকি সেই আলোচনায়-
১. ডিফারেন্সিয়াল থাকার ফলে মোটরযানের মোড় নেওয়া সহজতর হয়েছে। ডিফারেন্সিয়াল বিহীন হলে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণে কাঠিন্য ভাব দেখা দিবে।
২. ডিফারেন্সিয়াল ব্যবহারের ফলে টায়ারের ক্ষয় কমে যায় এবং সুষমভাবে ক্ষয় হয়। আবার ডিফারেন্সিয়াল বিহীন গাড়িতে দেখা যায় টায়ার গুলো ট্যাপার ভাবে ক্ষয় হয়।
৩. পিচ্ছিল, কাদাযুক্ত ও বরফাবৃত রাস্তায় দূর্ঘটনা ছাড়া যান সহজভাবে চলা বা মোড় নেওয়া যায়।
৪. আকাবাঁকা রাস্তায় চলা বা মোড় নেওয়ার সময় ডিফারেন্সিয়াল কৌণিক দূরত্ব বজায় রেখে চলে যা অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার হাত থেকে আমাদের রক্ষা করে।
৫. ডিফারেন্সিয়াল ব্যবহারের ফলে গাড়ির চাকা কোথাও একটি ফেসে গেলে বা গর্তে আটকে গেলে অপর চাকার সাহায্যে সেখান থেকে উঠে আসা সম্ভব হয়। যা ডিফারেন্সিয়াল ছাড়া গাড়িতে সম্ভব না।
ভুল হলে ক্ষমা করবেন এবং মন্তব্য থাকলে সেটি কমেন্ট বক্সে লিখুন।
ধন্যবাদ সবাইকে।
আজকের মতো এই পর্যন্তই, আগামী পর্বে আবার কথা হবে ইনশাআল্লাহ, সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন