রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

ইঞ্জিন ওভারহিটেড হওয়ার কারনঃ-

 ইঞ্জিন ওভারহিটেড হওয়ার কারনঃ-



১। কুল্যান্ট ওয়াটার কম থাকা।
২।ওয়াটার পাম্প ঠিক মত কাজ না করা।
৩।থার্মোস্ট্যাট ভালভ কাজ না করা।
৪।ফ্যান না ঘুরা।
৫।ফ্যান বেল্ট লুছ থাকলে।
৬।রেডিয়েটার জ্যাম থাকলে।
৭।ওয়াটার জ্যাকেট জ্যাম হলে।
৮।টেম্পারেচার সেন্সর কাজ না করলে।
৯।কম্প্রেশন লিক করলে।
১০।কুল্যান্ট পানি বাদে সাধারন পানি ব্যবহার করলে।
১১. লুব ওয়েলের ভিসকোসিটি কমে গেলে।
১২. লুব ওয়েলেে সার্কুলেশন সঠিকভাবে না হলে।


0
People Reached
0
Engagements
Like
Comment
Share

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Ashok Leyland bada dost /Phoenix

 বাংলাদেশে অশোক লেল্যান্ড এর আপডেট মডেল অশোক লেল্যান্ড ফিনিক্স বাদা দোস্ত লন্স করেছে।  খুবই চমৎকার একটি পিকাপ। এই পিকাপ টিতে ব্যবহ্ত হয়েছে ব...