বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

গাড়ির প্রকারভেদে গিয়ার অয়েল এর ব্যবহার বিধি।

আসসালামু আলাইকুম 

আজকে আমরা জানবো কোন গাড়িতে কোন গ্রেডের গিয়ার অয়েল ব্যবহার করা উচিত ,  গাড়ি ভেদে ভিন্ন ভিন্ন গ্রেডের গিয়ার   অয়েল ব্যবহার করা উচিত? 

তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

সাধারণত আমাদের গাড়ি গুলোতে যেসব গ্রেডের ওয়েল ব্যবহার করি সেগুলো হল-

Engine oil Grade - 

light-, 5w30, 20w50, 0w50

Heavy Vehicle-15w40

Clutch Oil Grade- 

Light-DOT-3

Heavy- DOT-4

Brake Oil Grade- 

Light-DOT-3

Heavy- DOT-4

Gear Oil Grade-

Light- ATF-(3309,DX-3,134-FE, D3-SP), CVT-(TC, FE)

Heavy- 80w90, GL-4, MT-90, EP-90 GL4

Differential Oil Grade-

Light-85w90, GL-5

Heavy- 85W140


আশাকরি সকলে বুঝতে পেরেছেন, ভুল হলে ক্ষমা করবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Ashok Leyland bada dost /Phoenix

 বাংলাদেশে অশোক লেল্যান্ড এর আপডেট মডেল অশোক লেল্যান্ড ফিনিক্স বাদা দোস্ত লন্স করেছে।  খুবই চমৎকার একটি পিকাপ। এই পিকাপ টিতে ব্যবহ্ত হয়েছে ব...