আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো খুবই জটিল একটা সমস্যা নিয়ে। আমরা সাধারণত ক্লাচ ছেড়ে দিলে ইঞ্জিন স্টার্ট বন্ধ হওয়ার সমস্যা পাই। কিন্তু এর ঠিক উল্টো ক্লাচ করলে ইঞ্জিন বন্ধ হওয়ার সমস্যা আমি পেয়েছি। এটা খুবই রেয়ার কেস। যা হোক এর সম্ভাব্য কারণ গুলো আমি তুলে ধরেছি। যদি আপনারা কখনো এই রকম সমস্যা পান তাহলে কাজে লাগবে।
১। ক্লাচ সুইচ, সেন্সর চেক করে নিবেন।
২। ফুয়েল লাইন ভালো চেক করে নিবেন।
৩। সব গুলো ফুয়েল পাম্প যেমন ফিড পাম্প, আই এম ভি ফিড পাম্প ইত্যাদি।
৪। ট্যাপেট ক্লিয়ারেন্স চেক করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ।
৫।ইনজেক্টর চেক কর নিবেন।
৬। রিলেজ বিয়ারিং, পাইলট বিয়ারিং চেক করে নিবেন।
৭।কোন ইলেকট্রিক লাইন শর্ট আছে কিনা চেক করবেন।
আশা রাখি সমস্যার সমাধান হবে। ধন্যবাদ সকলকে।
#bd_automobile_zone
#automobile
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন