শুক্রবার, ২৮ মে, ২০২১

গাড়ির বিভিন্ন সেন্সর পরিচিত

প্রথমে আমাদের এটা জানতে হবে সেন্সর আসলে কি?




সেন্সর- সেন্সর হচ্ছে একধরণের ইন্দ্রিয় বিশেষ যা ইঞ্জিনের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরণের ডাটা সংগ্রহ করে ইলেকট্রনিক পালসরূপে ECU কে প্রেরণ করে  আর ECU সেটাকে এনালাইসিস করে ইঞ্জিন কে সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করে।

এবার বিভিন্ন ধরণের সেন্সরের কাজ সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে জেনে নেওয়া যাক-

Crankshafts Position sensor - এটি ইঞ্জিন ক্র‍্যাংকশ্যাফটের পজিশন সেন্স করে এবং ইঞ্জিনের ক্র‍্যাংকশ্যাফটের ঘূর্ণন নির্ণয় করে ECU কে তথ্য প্রদান করে।

Camshaft Position Sensor - এটি ইঞ্জিনের ক্যামশ্যাফটের পজিশন সেন্স করে এবং কোণ নির্ণয় করে সেই সিগনাল ECU কে প্রেরণ করে।

আর সে অনুসারে ECU বিভিন্ন সিলিন্ডারে ফায়ারিং করে থাকে।

coolant temperature sensor- এটি ইঞ্জিনের ওয়াটার জ্যাকেটের টেম্পারেচার সেন্স করে ECU কে সিগনাল প্রেরণ করে, আর সেই অনুযায়ী ECU তার কার্য সম্পাদন করে।

WIF - এই সেন্সর ফুয়েল ফিল্টারের সাথে সংযুক্ত অবস্থায় থাকে, যা ফুয়েলে পানির উপস্থিতি কতোটা সেটা সেন্স করে।

যদি ওয়াটার সেপারেটরে পানির পরিমাণ বেড়ে যায় তাহলে এটি ডেসবোর্ডের সিগনাল দেয়।

Vehicle Speed Sensor - এটি গাড়ির গতি পরিমাপ করে, যা ট্রান্সমিশন গিয়ার বক্সের সাথে সংযুক্ত থাকে। অনেকে এটাকে আবার মাইল মিটার সেন্সর বা কিলোমিটার সেন্সরও বলে।

Air Pressure Sensor - এটি ইঞ্জিনের ইনটেক মেনিফোল্ডে কতো প্রেসারে বাতাস প্রেবেশ করছে সেটার তথ্য ECU কে প্রদান করে।

Oil Pressure Sensor- এটি ইঞ্জিন গ্যালারি তে ওয়েল প্রেসার কতো আছে বা কমে গেলে তার সিগনাল ডেসবোর্ডে বা ECU কে প্রদান করে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Ashok Leyland bada dost /Phoenix

 বাংলাদেশে অশোক লেল্যান্ড এর আপডেট মডেল অশোক লেল্যান্ড ফিনিক্স বাদা দোস্ত লন্স করেছে।  খুবই চমৎকার একটি পিকাপ। এই পিকাপ টিতে ব্যবহ্ত হয়েছে ব...