কাস্টমার কমপ্লিন ও সমাধানঃ-
সমস্যা
১। চাকা বেশি ক্ষয় হওয়ার কারন।
কারনঃ
১।চাকার হাওয়া বেশি।
২। চাকার হাওয়া কম।
৩। ওভারলোড নেওয়া।
৪।চাকার নাট বোল্ট ডিলে হলে।
৫।চাকার এলাইনমেন্ট ঠিক না থাকলে।
৬।কিং পিন ওভার ফ্রী প্লে থাকলে।
৭।কিংপিন ড্যামেজ হলে।
৮।টাই রড এর নাট বল্ট ডিলে বা ড্যামেজ হলে।
৯।নাকাল জয়েন্ট ড্যামেজ বা নাট বল্ট ডিলে হলে।
১০।স্প্রিং পাতির বুশ নষ্ট থাকলে।
১১। চাকার হাবসের প্রি প্লে বেশি থাকলে।
১২।ক্রস সেকশনে লিংক রড ড্যামেজ থাকলে।
১৩।সময়মত গ্রীজ না করা।
উপরোক্ত বিষয় গুলো চেক করে যেটার সমস্যা পাওয়া যাবে তার সমাধান করলে অতিরিক্ত চাকা ক্ষয় হওয়া রোধ হবে।
ধন্যবাদ সকলকে
#bd_automobile_zone
#tyre_were
#চাকা_খায়
#চাকা_ক্ষয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন