শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

হেড গ্যাসকেটের এর কাজ কি কি এবংএটি কি ধাতুর তৈরি

হেড গ্যাসকেটের এর কাজ কি কি এবংএটি কি ধাতুর তৈরি?এবং এটি পরিবর্তন করতে হবে তখন এর লক্ষণ গুলি কি কি থাকবে???
হেড গ্যাসকেটের কাজ-
১.হেড গ্যাসকেট ইঞ্জিন ব্লক এবং ইঞ্জিন হেডের মাঝে Seal হিসেবে কাজ করে।
২. ইঞ্জিন সিলিন্ডারে থেকে চার্জ(বাতাস/বাতাস জ্বালানির মিশ্রণ) বাহিরে বের হতে বাধা প্রদান করা।
৩. ওয়াটার জ্যাকেট বা হেড এর মাঝে যে coolant প্রভাহিত হয় সেটার লিকেজ রোধ করা।
৪. ইঞ্জিন ব্লকে বা সিলিন্ডারে উৎপন্ন তাপকে বাধা প্রদান করে, যাতে ইঞ্জিন হেড বা অন্যান্য যন্ত্রাংশ তাপের কারণে ক্ষতিগ্রস্থ না হয়।
হেড গ্যাসকেট সাধারণত stainless steel দ্বারা তৈরি হয়ে থাকে, এছাড়াও গ্রাফাইড এবং ফাইবার দ্বারাও তৈরি করা হয়ে থাকে।
যেসব কারণে হেড ক্যাসকেট পরিবর্তন বাঞ্চনীয়-
১.ইঞ্জিন ওয়েলের সাথে পানি মিশ্রিত হলে।
২.হেড গ্যাসকেটের ভিতর দিয়ে কম্প্রেশন/coolant/ engine oil লিক করে বাহিরে আসলে।
৩.রেডিয়েটর এর পানির সাথে লুব ওয়েল মিশ্রিত হলে।
৪.রেডিয়েটরের পানিতে বুদবুদ সৃষ্ট হলে বা ওভারফ্লু হলে।
৫.ওভারহলিং করার সময় বা হেড খুলার সময় গ্যাসকেট ক্ষতিগ্রস্ত হলে।
বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পে
https://www.facebook.com/bdautomobilezone

বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যনেল
https://youtu.be/ttnh8BtHcB0

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Ashok Leyland bada dost /Phoenix

 বাংলাদেশে অশোক লেল্যান্ড এর আপডেট মডেল অশোক লেল্যান্ড ফিনিক্স বাদা দোস্ত লন্স করেছে।  খুবই চমৎকার একটি পিকাপ। এই পিকাপ টিতে ব্যবহ্ত হয়েছে ব...