শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

ফুয়েল শার্ট অফ সুইচ বা ভালভ(সলিনয়েড ভালভ)

আজকের আলোচনার বিষয়বস্তু হল ফুয়েল শার্ট অফ সুইচ বা ভালভ(সলিনয়েড ভালভ)
এটি মূলত একটি ইলেক্ট্রোম্যাগনেটিক সুইচ।
এটি সাধারণত 12V অথবা 24V ভোল্টের হয়ে থাকে।
কাজ-
ফুয়েল শার্ট-অফ ভালভ সাধারণত আধুনিক কালের ইঞ্জিন গুলোতে খুব বেশি ব্যবহার করা হয়।
এর প্রধান কাজ হচ্ছে ফুয়েল পাম্পে ফুয়েল প্রবাহ নিয়ন্ত্রণ করা।
এটি হাই-প্রেসার পাম্পের ইনপুট লাইনের সাথে সংযুক্ত থাকে।
যেহেতু এটি একটি ইলেক্ট্রোম্যাগনেটিক সুইচ সেহেতু এটির কার্যপ্রণালীও ম্যাগনেটিক টাইপ।
এটি ইঞ্জিন ইগনিশন সুইচের সাথে কানেক্টেড থাকে। যখন ইগনিশন সুইচ অন করা হয় তখনি উক্ত সুইচের ভিতর কারেন্ট প্রভাহিত হয়ে কয়েলে ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়। ফলস্রুতিতে সুইচের স্প্রিং সংকোচিত হয়ে ফুয়েল লাইন খুলে দেয় এবং হাইপ্রেসার পাম্পে ফুয়েল প্রবেশ করে।
আবার যখন ইগনিশন সুইচ অফ করে দেওয়া হয় তখন সলিনয়েড সুইচের ম্যাগনেটিক ফিল্ড কলাপসড্ করে, যার কারণে স্প্রিং প্রসারিত হয়ে ফুয়েল প্রভাব বন্ধ করে দেয়।
পুরাতন ইঞ্জিন গুলোতে ইঞ্জিন বন্ধ করার জন্য আলাদা লিভার বা ক্যাবল ব্যবহার করতে হত।
কিন্তু ফুয়েল পাম্পে সলিনয়েড সুইচ ব্যবহার করার ফলে ইঞ্জিন বন্ধ করার বিষয়টি আরও সহজতর হয়েছে।

বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পে
https://www.facebook.com/bdautomobilezone

বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যনেল
https://youtu.be/ttnh8BtHcB0


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Ashok Leyland bada dost /Phoenix

 বাংলাদেশে অশোক লেল্যান্ড এর আপডেট মডেল অশোক লেল্যান্ড ফিনিক্স বাদা দোস্ত লন্স করেছে।  খুবই চমৎকার একটি পিকাপ। এই পিকাপ টিতে ব্যবহ্ত হয়েছে ব...