ক্র্যাংককেস ভেন্টিলেশন এমন এক পদ্ধতি, যার মাধ্যমে ইঞ্জিনের ক্র্যাংককেসে উত্তাপজনিত কারণে লুব ওয়েলের উপরিভাগে উৎপন্নকৃত অপ্রয়োজনীয় গ্যাস বের হতে পারে এবং মুক্ত বাতাস ক্র্যাংককেসে প্রবেশ করতে পারে।
ক্র্যাংককেস ভেন্টিলেশন ২ প্রকারের হয়ে থাকে-
১) খোলা প্রকৃতির
২) আবদ্ধ প্রকৃতির
খোলা পদ্ধতিতে গ্যাসকে শুধু ইঞ্জিন থেকে বের করে দেওয়া ও মুক্ত বাতাস প্রবেশ করারনোর মধ্যেই সীমাবদ্ধ থাকে।
আর আবদ্ধ পদ্ধতিতে ক্র্যাংককেসে উৎপন্ন ক্ষতিকারক গ্যাসকে পুনঃচক্রের মাধ্যমে ইঞ্জিনের ইনটেক ফোল্ডে সাথে সংযুক্ত করে জ্বালানীর সঙ্গে দহন ঘটানো হয় কারণ এ গ্যাসের সঙ্গে কিছু দাহ্যবস্তু কণা থাকে।
যা কিছুটা লাভজনক
বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ
https://www.facebook.com/bdautomobilezone
বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যনেল
https://youtu.be/ttnh8BtHcB0
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন