শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

ক্র‍্যাংককেস ভেন্টিলেশন পদ্ধতি,

ক্র্যাংককেস ভেন্টিলেশন এমন এক পদ্ধতি, যার মাধ্যমে ইঞ্জিনের ক্র্যাংককেসে উত্তাপজনিত কারণে লুব ওয়েলের উপরিভাগে উৎপন্নকৃত অপ্রয়োজনীয় গ্যাস বের হতে পারে এবং মুক্ত বাতাস ক্র্যাংককেসে প্রবেশ করতে পারে।
ক্র্যাংককেস ভেন্টিলেশন ২ প্রকারের হয়ে থাকে-
১) খোলা প্রকৃতির
২) আবদ্ধ প্রকৃতির
খোলা পদ্ধতিতে গ্যাসকে শুধু ইঞ্জিন থেকে বের করে দেওয়া ও মুক্ত বাতাস প্রবেশ করারনোর মধ্যেই সীমাবদ্ধ থাকে।
আর আবদ্ধ পদ্ধতিতে ক্র্যাংককেসে উৎপন্ন ক্ষতিকারক গ্যাসকে পুনঃচক্রের মাধ্যমে ইঞ্জিনের ইনটেক ফোল্ডে সাথে সংযুক্ত করে জ্বালানীর সঙ্গে দহন ঘটানো হয় কারণ এ গ্যাসের সঙ্গে কিছু দাহ্যবস্তু কণা থাকে।
যা কিছুটা লাভজনক
বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পে
https://www.facebook.com/bdautomobilezone

বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যনেল
https://youtu.be/ttnh8BtHcB0

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Ashok Leyland bada dost /Phoenix

 বাংলাদেশে অশোক লেল্যান্ড এর আপডেট মডেল অশোক লেল্যান্ড ফিনিক্স বাদা দোস্ত লন্স করেছে।  খুবই চমৎকার একটি পিকাপ। এই পিকাপ টিতে ব্যবহ্ত হয়েছে ব...