আজকে আমরা CRS ইঞ্জিন সম্পর্কে বিস্তারিত জানবোঃ
প্রশ্নঃ CRS ইঞ্জিন কি?
উত্তর CRS হলো কমন রেইল সিস্টেম ইঞ্জিন। এই ইঞ্জিনের ইলেক্ট্রিক্যাল ফুয়েল পাম্প থাকে তা ডিজেল ট্যাংক থেকে ফুয়েল ফিড পাম্পে পাঠায়, আর ফুয়েল ফিড পাম্প কমন রিলে ফুয়েল পাঠায় এবং ইসিউ এর নির্দেশনা অনুযায়ী ইনজেকটরে ডিজেল স্প্রে করে।
তাকে সি আর ইঞ্জিন বলে।
প্রশ্নঃ সি আর এস ইঞ্জিনের সার্ভিস ল্যাম্প কি?
উত্তরঃ ইলেকট্রিক্যাল সিস্টেমের কোন সমস্যা হলে সেন্সর ইসিউতে ডাটা প্রেরণ করে তখন সার্ভিস ল্যাম্প জ্বলে উঠে এবং গাড়ির স্পিড কমে যার। সাধারণত ১৫ কিমি এর মতো স্পিড থাকে।
বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ
https://www.facebook.com/bdautomobilezone
বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যনেল
https://youtu.be/ttnh8BtHcB0
১,ফুয়েল পাম্প কি ফুয়েলের মধ্যে ডুবানো থাকে?
উত্তরমুছুন২, ফুয়েলের হাই প্রেশার তৈরি করে কে?