শুক্রবার, ২৮ মে, ২০২১

গাড়ির বিভিন্ন সেন্সর পরিচিত

প্রথমে আমাদের এটা জানতে হবে সেন্সর আসলে কি?




সেন্সর- সেন্সর হচ্ছে একধরণের ইন্দ্রিয় বিশেষ যা ইঞ্জিনের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরণের ডাটা সংগ্রহ করে ইলেকট্রনিক পালসরূপে ECU কে প্রেরণ করে  আর ECU সেটাকে এনালাইসিস করে ইঞ্জিন কে সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করে।

এবার বিভিন্ন ধরণের সেন্সরের কাজ সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে জেনে নেওয়া যাক-

Crankshafts Position sensor - এটি ইঞ্জিন ক্র‍্যাংকশ্যাফটের পজিশন সেন্স করে এবং ইঞ্জিনের ক্র‍্যাংকশ্যাফটের ঘূর্ণন নির্ণয় করে ECU কে তথ্য প্রদান করে।

Camshaft Position Sensor - এটি ইঞ্জিনের ক্যামশ্যাফটের পজিশন সেন্স করে এবং কোণ নির্ণয় করে সেই সিগনাল ECU কে প্রেরণ করে।

আর সে অনুসারে ECU বিভিন্ন সিলিন্ডারে ফায়ারিং করে থাকে।

coolant temperature sensor- এটি ইঞ্জিনের ওয়াটার জ্যাকেটের টেম্পারেচার সেন্স করে ECU কে সিগনাল প্রেরণ করে, আর সেই অনুযায়ী ECU তার কার্য সম্পাদন করে।

WIF - এই সেন্সর ফুয়েল ফিল্টারের সাথে সংযুক্ত অবস্থায় থাকে, যা ফুয়েলে পানির উপস্থিতি কতোটা সেটা সেন্স করে।

যদি ওয়াটার সেপারেটরে পানির পরিমাণ বেড়ে যায় তাহলে এটি ডেসবোর্ডের সিগনাল দেয়।

Vehicle Speed Sensor - এটি গাড়ির গতি পরিমাপ করে, যা ট্রান্সমিশন গিয়ার বক্সের সাথে সংযুক্ত থাকে। অনেকে এটাকে আবার মাইল মিটার সেন্সর বা কিলোমিটার সেন্সরও বলে।

Air Pressure Sensor - এটি ইঞ্জিনের ইনটেক মেনিফোল্ডে কতো প্রেসারে বাতাস প্রেবেশ করছে সেটার তথ্য ECU কে প্রদান করে।

Oil Pressure Sensor- এটি ইঞ্জিন গ্যালারি তে ওয়েল প্রেসার কতো আছে বা কমে গেলে তার সিগনাল ডেসবোর্ডে বা ECU কে প্রদান করে। 

সিট বেল্ট এর প্রয়োজনীয়তা ( The Necessity Of Seat Belt )

 সিট বেল্ট এর প্রয়োজনীয়তা ( The Necessity Of Seat Belt ) :



সিটবেল্ট ড্রাইভার বা যাত্রী সাধারণের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি অংশ।

গাড়ি দুর্ঘটনা কবলিত হলে সিট বেল্ট ড্রাইভার ও যাত্রী সাধারণকে ধরে রাখে বা নিয়ন্ত্রণ রাখে। গাড়ী দুর্ঘটনার সময় গাড়ির যাত্রী ও চালক ব্যথা পান গাড়ির স্টিয়ারিং হুইল, ড্যাশ বোর্ড বা সামনের উইন্ডস্ক্রিনে ধাক্কা খেয়ে। আবার রোল ওভার বা উল্টিয়ে গেলে এক জন যাত্রী আরেক জনের উপর গিয়ে পড়েন অথবা গাড়ীর ফ্লোরেই বেখাপ্পা ভাবে পড়ে হাত পা ভাঙ্গেন।


১। গাড়ী চালাবার সময় মোড় ঘুরাতে কিংবা ওভারটেকের সময় গাড়ির গতি বেশি হলে যাত্রী এবং চালক উভয়ের ভারসাম্য রক্ষার জন্য সিটবেল্ট বাধাটা জরুরী।


২। গাড়ী দ্রুত গতিতে চালাবার সময় হার্ড ব্রেক করলে সিটবেল্ট স্বয়ংক্রিয় ভাবে আটকে গিয়ে যাত্রী ও চালকে সামনে গিয়ে ধাক্কা খাওয়া থেকে রক্ষা করে।


৩। গাড়ি দুর্ঘটনায় পড়ে রোলওভারের সময় যাত্রী ও চালকে সিট এর সাথে বেধে রাখে সিটবেল্ট।এতে করে গাড়ী যে কয় বার রাউন্ড ঘুরবে         যাত্রী ও চালক সেই কয় পাক ঘুরবে।তারপরে উল্টে থাকলেও। যাত্রী ও চালক গাড়ি থেকে বের হয়ে আসতে পারবে। আর বেল্ট বাধা না থাকলে পাশের যাত্রীর পা হয়ত অন্য যাত্রীর হাত এর উপর এসে বসে থাকবে অথবা যাত্রী নিজে হয়ত সহযাত্রীর নিচে পড়ে যেতে পারে।


৪। গাড়ির চালককে অনেক সময় গাড়ি চালনা মনযোগী করে রাখতে সহায়তা করে থাকে সিট বেল্ট।


সুতরাং,গাড়ীতে চড়ার সময় যাত্রী বা চালক যেই হোন না কেনো গাড়ির সিট বেল্ট বাধা থাকলে এই ধরনের ইনজুরি খুব সহজেই কমিয়ে আনা যায় 

বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

ক্লাচ করলে ইঞ্জিন বন্ধ হওয়ার কারন ও সমাধান।

Ashok Leyland Dost

 আজকে আমি আপনাদের সাথে  আলোচনা করবো খুবই জটিল একটা সমস্যা নিয়ে। আমরা সাধারণত ক্লাচ ছেড়ে দিলে ইঞ্জিন স্টার্ট বন্ধ হওয়ার সমস্যা পাই। কিন্তু এর ঠিক উল্টো ক্লাচ করলে ইঞ্জিন বন্ধ হওয়ার সমস্যা আমি পেয়েছি। এটা খুবই রেয়ার কেস। যা হোক এর সম্ভাব্য কারণ গুলো আমি তুলে ধরেছি। যদি আপনারা কখনো এই রকম সমস্যা পান তাহলে কাজে লাগবে।

১। ক্লাচ সুইচ, সেন্সর চেক করে নিবেন। 

২। ফুয়েল লাইন ভালো চেক করে নিবেন।

৩।  সব গুলো ফুয়েল পাম্প যেমন ফিড পাম্প, আই এম ভি ফিড পাম্প ইত্যাদি। 

৪। ট্যাপেট ক্লিয়ারেন্স চেক করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। 

৫।ইনজেক্টর চেক কর নিবেন।

৬। রিলেজ বিয়ারিং, পাইলট বিয়ারিং চেক করে নিবেন।

৭।কোন ইলেকট্রিক লাইন শর্ট আছে কিনা চেক করবেন। 

আশা রাখি সমস্যার সমাধান হবে। ধন্যবাদ সকলকে।

#bd_automobile_zone

#automobile

গাড়ির প্রকারভেদে গিয়ার অয়েল এর ব্যবহার বিধি।

আসসালামু আলাইকুম 

আজকে আমরা জানবো কোন গাড়িতে কোন গ্রেডের গিয়ার অয়েল ব্যবহার করা উচিত ,  গাড়ি ভেদে ভিন্ন ভিন্ন গ্রেডের গিয়ার   অয়েল ব্যবহার করা উচিত? 

তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

সাধারণত আমাদের গাড়ি গুলোতে যেসব গ্রেডের ওয়েল ব্যবহার করি সেগুলো হল-

Engine oil Grade - 

light-, 5w30, 20w50, 0w50

Heavy Vehicle-15w40

Clutch Oil Grade- 

Light-DOT-3

Heavy- DOT-4

Brake Oil Grade- 

Light-DOT-3

Heavy- DOT-4

Gear Oil Grade-

Light- ATF-(3309,DX-3,134-FE, D3-SP), CVT-(TC, FE)

Heavy- 80w90, GL-4, MT-90, EP-90 GL4

Differential Oil Grade-

Light-85w90, GL-5

Heavy- 85W140


আশাকরি সকলে বুঝতে পেরেছেন, ভুল হলে ক্ষমা করবেন।

Ashok Leyland bada dost /Phoenix

 বাংলাদেশে অশোক লেল্যান্ড এর আপডেট মডেল অশোক লেল্যান্ড ফিনিক্স বাদা দোস্ত লন্স করেছে।  খুবই চমৎকার একটি পিকাপ। এই পিকাপ টিতে ব্যবহ্ত হয়েছে ব...